Monday, February 3, 2025

Lemon Time

 




Titumir College students block Mohakhali rail crossing

 

Students of Titumir College have blocked the Mohakhali rail crossing, demanding the institution be converted into a university, disrupting both road and rail communication.

The protest began around 3:30pm on Monday, when students blocked the Mohakhali railway track, halting the Upakul Express train bound for Noakhali from Dhaka.

Earlier in the day, around 12:30pm, students had blocked the Mohakhali-Gulshan road in front of Titumir College, causing severe traffic congestion.

Later, at around 3pm, a group of demonstrators marched from the college, passing through Mohakhali Amtoli, before occupying the railway track at the Mohakhali rail crossing.


ভয়ংকর যুদ্ধ বিমান দিয়ে সিরিয়ায় ঘাঁটি সাজাচ্ছে তুরস্ক

 

তুরস্কের এফ-১৬। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আহমেদ আল শারা দেশটির ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা ও আরব বিশ্বের নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে তার শাসনকে কেন্দ্র করে এবার নতুন পরিকল্পনা নিয়েছে তুরস্ক।

নতুন সিরিয়াকে পুনর্গঠনের অংশ হিসেবে সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আঙ্কারা। নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পাশাপাশি অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার (০৩ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

>

সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক সিরিয়ায় অন্তত দুটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তুর্কিয়ে সংবাদমাধ্যম জানায়, অদূর ভবিষ্যতে সিরিয়ায় যুদ্ধবিমান মোতায়েনেরও পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের।

প্রতিবেদনে আরও বলা হয়, তুরস্ক-সিরিয়া শিগগিরই একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। এই চুক্তির আওতায় সিরিয়ায় যে কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি মোকাবিলায় আঙ্কারা দামেস্ককে সহায়তা দেবে। পাশাপাশি, তুর্কি বাহিনী সিরীয় সেনাদের সামরিক প্রশিক্ষণও দেবে।

৫০টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা

তুরস্ক মোট ৫০টি এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছে। মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতে। বিশ্বজুড়ে মাত্র ৫টি দেশ রয়েছে যারা স্থানীয়ভাবে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান তৈরি করে, তুরস্ক তার অন্যতম।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, তুরস্কের কাছে বর্তমানে ২৩০ থেকে ২৭০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে, সিরিয়ার বাফার জোনের কাছে একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে ইসরায়েল। এর আগে সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র।

শক্তিশালী সরকার গঠনের পথে আল শারা

সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এইচটিএস নেতা আহমেদ আল শারা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে আঙ্কারা সফরে যাচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের প্রধান ফাওরেত্তিন আলতুন এক্সে দেওয়া বার্তায় জানিয়েছেন, এই সফর সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে এক টেলিভিশন ভাষণে আল শারা বলেন, ‘সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাও জরুরি। একতাবদ্ধভাবে কাজ করলেই কেবল আমরা সুষ্ঠু নির্বাচনের পথে যেতে পারব।’

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক আলোচনায় নতুন গতি

ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন আহমেদ আল শারা। রোববার (০২ ফেব্রুয়ারি) সৌদির রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক সৌদি-সিরিয়া সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত সপ্তাহে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আল শারা উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দামেস্কে আল শারার সঙ্গে বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, ডিসেম্বরে সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। বিদ্রোহী গোষ্ঠীটি গত বুধবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারার নাম ঘোষণা করে। নতুন নেতৃত্বের হাত ধরে সিরিয়া এখন এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে।

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

থানায় না গিয়ে সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এ নির্দেশ দেন তিনি।

ড. ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন : ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করতে পারে। আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে। এ ছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, যারা অনলাইনে মামলা করতে হিমশিম খাবেন, তারা সহজেই যেন কল সেন্টারের সহায়তা নিতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।



Sunday, February 2, 2025

Over 7,400 arrested in US immigration raids in nine days

 

The US Immigration and Customs Enforcement (ICE) has arrested more than 7,400 people in nine days across several states amid its aggressive crackdown on illegal immigration since the new Trump administration came into office, Fox News reports.

ICE officers have been seen carrying out raids of homes, work sites, and other establishments, while deportations have also ramped up, with the Trump administration also vowing to send the most violent migrants to Guantánamo Bay, according to the Fox News report.

According to a compilation of daily totals of arrests, as of January 31, ICE has so far arrested 7,412 people who the agency says are in the country illegally, the report says.

ICE has posted nine daily arrest totals to X and has also posted details from various raids across sanctuary cities like New York City, Chicago and Boston where they have scooped up illegals accused of sex crimes against minors, rapes, guns and drug offenses, while violent gang members belonging to Tren de Aragua and MS-13 have also been taken off the streets, Fox News reports.

Many of the ICE raids have been carried out alongside other federal agencies such as the Drug Enforcement Agency (DEA) and the Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosives (ATF) and the Federal Bureau of Investigation (FBI), according to the report.


Tens of thousands protest in Berlin against proposed German immigration crackdown

 


বলিউডে সবচেয়ে দামি বাড়ি কোন তারকার জেনে নিন

 

ছবি: সংগৃহীত

>

মুম্বাই শহরের অন্যতম আকর্ষণ বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাত, যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা। এই  বিলাসবহুল বাড়ির দাম যে আকাশছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না। তাই আরব সাগরের তীরের এই শহরে ভক্ত-অনুরাগীরা বেড়াতে গেলেই ঢুঁ মারেন মান্নাতের সামনে। 

অন্যদিকে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের জলসা বাড়িটিও বেশ আকর্ষণীয়, যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। আর বিগবিকে এ বাড়ির সামনে এক ঝলক দেখার জন্য প্রতি দিন ভিড় জমান অসংখ্য ভক্ত-অনুরাগী। এ ছাড়া যেসব বলি তারকার বাড়ি রয়েছে, তাদের প্রায় ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকার মধ্যে। কিন্তু এ সবকিছুই ছাড়িয়ে গেছেন অন্য এক তারকার বাড়ি। কে সে?

বাড়ি মূল্যের নিরিখে শাহরুখ কিংবা অমিতাভকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন সেই তারকা। যার কারণ মান্নতের ২০০ কোটি আর জলসার ১০০ কোটি টাকা—যে অভিনেতা পেছনে ফেলে দিয়েছেন, তিনি হচ্ছেন— পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান, যার বাড়ির মূল্য ৮০০ কোটি টাকা।

এটি শুধু বাড়ি নয়, বলা যায় রাজপ্রাসাদ—‘পতৌদি প্যালেস’। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত ‘পতৌদি প্যালেস’। ভারতের সাবেক ক্রিকেটার নবাব ইফতিকার আলি খান পতৌদি বানিয়েছিলেন ‘পতৌদি প্যালেস’। ইফতিকার সম্পর্কে সাইফের ঠাকুরদা পতৌদি নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তার পরিবারের।

উল্লেখ্য, ১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিকর আলি। সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরোনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই ‘পতৌদি প্যালেস’ তৈরি করেছিলেন তিনি। প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই পুত্র তৈমুর ও জেহর সঙ্গে সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সাইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।



ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা

 


এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।যার সর্বোচ্চ পাল্লা ১,৭০০ কিলোমিটার বলে জানানো হয়েছে। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। খবর এএফপির।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ‘এতমাদ’। ফারসি ভাষায় যার অর্থ ‘আস্থা’ এবং এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

পশ্চিমা দেশগুলোর উদ্বেগ

এদিকে পশ্চিমা দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে।

ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, এতমাদ ক্ষেপণাস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। ইরান গত বছরেই গাজা যুদ্ধের সময় ইসরাইলে দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

ইরানের প্রতিরক্ষা কৌশল

অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরানের এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটা নিশ্চিত করবে যে, কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না।

নতুন এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন দেশটির ‘জাতীয় মহাকাশ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে করা হলো। এটি ইরানের ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকীর (১০ ফেব্রুয়ারি) কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো।

ইরানের সামরিক শক্তির উত্থান

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরান তার সামরিক সরঞ্জামের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত। তবে বিপ্লবের পর আমেরিকা সেই সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময়ই অস্ত্র নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান। এর ফলে তারা নিজস্ব অস্ত্র নির্মাণ শুরু করে। বর্তমানে ইরানের কাছে বড় আকারের সামরিক অস্ত্রভাণ্ডার রয়েছে। যার মধ্যে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন অন্তর্ভুক্ত।

পরিশেষে বলা যায়, ইরানের এই নতুন ‘এতমাদ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

বর্তমান প্রেক্ষাপটে ইরান যেমন একদিকে নিজের সামরিক শক্তি প্রদর্শন করছে। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করারও সংকেত দিচ্ছে। সূত্র: এএফপি ও আল-আরাবিয়্যাহ


The Holy Quraan



Trump calls again for Canada to become '51st state'

 

US President Donald Trump stands after delivering remarks on AI infrastructure at the Roosevelt room at White House in Washington, US, 21 January 2025. Photo: Reuters

President Donald Trump on Sunday called again for Canada to become a US state, heightening tensions further with one of his country's closest allies after hitting it with heavy tariffs.

While claiming the United States pays "hundreds of billions of dollars to SUBSIDIZE Canada," apparently referring to the US trade deficit with its neighbor, Trump said "without this massive subsidy, Canada ceases to exist as a viable Country."

"Therefore, Canada should become our Cherished 51st State," he wrote on his Truth social media platform, claiming the move would bring "much lower taxes, and far better military protection for the people of Canada — AND NO TARIFFS!"

চুম্বন কান্ডে চরম বিতর্কে উদিত নারায়ণ, মুখ খুললেন অবশেষে

 

দীর্ঘদিন ধরেই বলিউডের সঙ্গীতাঙ্গনে রাজ করে যাচ্ছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। তবে বুড়ো বয়সে যেন ভীমরতিতে পেয়েছে এই কণ্ঠশিল্পীকে। উদিত নারায়ণের বেশকিছু ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলোতে দেখা যায় বেশকিছু নারী ভক্তকে চুম্বন করেন এই তারকা। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাঝেই তিনি এমন কাণ্ড ঘটান। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় তুমুল সমালোচনা।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ ‘টিপ টিপ বারসা পানি'-তে পারফর্ম করার সময় একজন নারী ভক্ত প্রথমে সেলফি তুলতে এগিয়ে আসেন। পরক্ষণেই তিনি উদিত নারায়ণের গালে চুম্বন করেন। বিপরীতে উদিত নারায়ণও ওই অনুরাগীর গালে পালটা চুম্বন এঁকে দেন। তারপর একে একে অনেক নারী ভক্ত গায়কের সঙ্গে সেলফি তুলতে আসেন এবং তাদের সবাইকেই চুম্বন করেন উদিত।
এটুকুই নয়, হঠাৎ এক ভক্তের ঠোঁটেও চুম্বন করেন গায়ক। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল স্যোশাল হ্যান্ডেলে। তিনি যে জনসমক্ষে এমন কাজ করতে পারেন, সেটা ভাবতেই পারছেন না অনেক নেটিজেন।

 

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উদিত নারায়ণ। এই তারকা বলেন, 'আমি ভদ্র মানুষ, আমার পরিবারও ভদ্র। ভক্তরা যখন সামনে এসে তাদের ভালোবাসার কথা জানান, তখন কী তাদের ফিরিয়ে দেওয়া যায়?'
এসময় উদিত আরও বলেন, 'ভিড়ের মাঝে বহু মানুষ ছুঁটে আসেন। সেই সময় আমার দেহরক্ষীরাও উপস্থিত ছিলেন। ভক্তরা দেখা করার সুযোগ পান, তাই কেউ হাত বাড়িয়ে দেন, কেউ আবার হাতে চুম্বন করেন। এ সবই তাদের উচ্ছ্বাস। এ বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়।'
পাশাপাশি এই বিতর্কের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন উদিত নারায়ণ।সবশেষে উদিত নারায়ণ বলেন, 'আমার পরিবারের ভাবমূর্তি এমনই যে, লোকজন চান বিতর্ক হোক। আদিত্য (গায়কের ছেলে) সব কিছুতেই চুপ থাকেন এবং কোনো বিতর্কে পা দেন না। আমি যখন মঞ্চে গান গাই, উচ্ছ্বসিত হয়ে যাই। ভক্তরা আমাকে ভালোবাসেন। আমি মনে করি, তারা এতটুকুতেই খুশি। আমরা সেই রকম মানুষ নই। আমাদেরও তো ভক্তদের খুশি করতে হয়।'



*Found in Your Junk Drawer: These 6 Coins from the 1970s Could Make You Rich.*

  A nostalgic dive into everyday coins with shocking hidden value. Let’s face it — we all have that one drawer. Half rubber bands, dead ...