Sunday, February 2, 2025

চুম্বন কান্ডে চরম বিতর্কে উদিত নারায়ণ, মুখ খুললেন অবশেষে

 

দীর্ঘদিন ধরেই বলিউডের সঙ্গীতাঙ্গনে রাজ করে যাচ্ছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। তবে বুড়ো বয়সে যেন ভীমরতিতে পেয়েছে এই কণ্ঠশিল্পীকে। উদিত নারায়ণের বেশকিছু ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলোতে দেখা যায় বেশকিছু নারী ভক্তকে চুম্বন করেন এই তারকা। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাঝেই তিনি এমন কাণ্ড ঘটান। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় তুমুল সমালোচনা।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ ‘টিপ টিপ বারসা পানি'-তে পারফর্ম করার সময় একজন নারী ভক্ত প্রথমে সেলফি তুলতে এগিয়ে আসেন। পরক্ষণেই তিনি উদিত নারায়ণের গালে চুম্বন করেন। বিপরীতে উদিত নারায়ণও ওই অনুরাগীর গালে পালটা চুম্বন এঁকে দেন। তারপর একে একে অনেক নারী ভক্ত গায়কের সঙ্গে সেলফি তুলতে আসেন এবং তাদের সবাইকেই চুম্বন করেন উদিত।
এটুকুই নয়, হঠাৎ এক ভক্তের ঠোঁটেও চুম্বন করেন গায়ক। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল স্যোশাল হ্যান্ডেলে। তিনি যে জনসমক্ষে এমন কাজ করতে পারেন, সেটা ভাবতেই পারছেন না অনেক নেটিজেন।

 

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উদিত নারায়ণ। এই তারকা বলেন, 'আমি ভদ্র মানুষ, আমার পরিবারও ভদ্র। ভক্তরা যখন সামনে এসে তাদের ভালোবাসার কথা জানান, তখন কী তাদের ফিরিয়ে দেওয়া যায়?'
এসময় উদিত আরও বলেন, 'ভিড়ের মাঝে বহু মানুষ ছুঁটে আসেন। সেই সময় আমার দেহরক্ষীরাও উপস্থিত ছিলেন। ভক্তরা দেখা করার সুযোগ পান, তাই কেউ হাত বাড়িয়ে দেন, কেউ আবার হাতে চুম্বন করেন। এ সবই তাদের উচ্ছ্বাস। এ বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়।'
পাশাপাশি এই বিতর্কের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন উদিত নারায়ণ।সবশেষে উদিত নারায়ণ বলেন, 'আমার পরিবারের ভাবমূর্তি এমনই যে, লোকজন চান বিতর্ক হোক। আদিত্য (গায়কের ছেলে) সব কিছুতেই চুপ থাকেন এবং কোনো বিতর্কে পা দেন না। আমি যখন মঞ্চে গান গাই, উচ্ছ্বসিত হয়ে যাই। ভক্তরা আমাকে ভালোবাসেন। আমি মনে করি, তারা এতটুকুতেই খুশি। আমরা সেই রকম মানুষ নই। আমাদেরও তো ভক্তদের খুশি করতে হয়।'



No comments:

Post a Comment

*Found in Your Junk Drawer: These 6 Coins from the 1970s Could Make You Rich.*

  A nostalgic dive into everyday coins with shocking hidden value. Let’s face it — we all have that one drawer. Half rubber bands, dead ...