বেথো বা বথুয়া শাককে মহৌষধ বললেও যেন কম বলা হয়। এতে রয়েছে ভিটামিন এ, বি ও সি। সঙ্গে রয়েছে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ফাইবার।
বেথো বা বথুয়া শাকে পানির পরিমাণ ও ফাইবার বেশি থাকে বলে এটি পেট পরিষ্কারে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য করে।
বেথো বা বথুয়া শাকে ক্যালরি একেবারেই নেই বললে চলে। নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই শাকে। তাই এটি খেলে ওজন বাড়ে না।বরং কমাতে সাহায্য করে।
কারো মুখে ঘা হলে বেথো বা বথুয়া শাক অল্প চিবিয়ে খেলে বা রান্না করে খেলে মেলে উপকার। এ ছাড়া প্রস্রাবের সময় যাদের জ্বালা ভাব হয়, তারা বেথো বা বথুয়া শাক খেতে পারেন। এই শাক বেটে তার সঙ্গে ২ চামচ জিরা গুঁড়া, ২ চামচ পাতি লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে দিনে দুবার খেলে সমস্যা মিটে যাবে।

No comments:
Post a Comment