সম্প্রতি বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানে তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা শেয়ার করেছেন।
জাহ্নবী জানিয়েছেন, জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। তিনি তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন।
শুধু তাই নয়, বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন বলেও জানিয়েছেন।
‘ধড়ক’ খ্যাত এই অভিনেত্রী বলেন, আমাদের তিন সন্তান হবে। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা একসঙ্গে খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনও বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব।যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।
সেই সঙ্গে এও জানালেন, নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে রয়েছে জাহ্নবীর। তবে খুব শিগগিরই বনি কাপুরের বাড়িতে বিয়ের সানাই বাজতে চলেছে কি না, সে বিষয়ে এখনও কিছুই জানাননি জাহ্নবী।

No comments:
Post a Comment