শত চেষ্টায়ও রাতে ঘুম না এলে কী করবেন
বিশেষজ্ঞদের মতে, আপনার শান্তির ঘুম লুকিয়ে রয়েছে বিছানার চাদরেই।
আর বিছানার চাদর বদলে ফেললেই ঘুম আসবে তাড়াতাড়ি।
- প্রথমে যে বিষয়টি খেয়াল রাখবেন, তা হচ্ছে বিছানার চাদর। সেটি যেন সুতির হয়। আর এ ক্ষেত্রে রং বেছে নিন হালকা।
- সাদা কিংবা হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন।
- সারা দিনের পর সন্ধ্যায় বিছানার চাদর বদলে ফেলুন। এতে বিছানায় একটা ফ্রেশ ভাব আসবে। আর ঘুমও আসবে তাড়াতাড়ি।
- শোয়ার আগে বালিশে ও চাদরে অল্প করে পারফিউম ব্যবহার করুন।
- https://slippersprimeexaltation.com/japfzkwxef?key=d34eb88474e76fc7d717840bb090e4c7
- দেখবেন, এতে ভালো ঘুম আসবে।
- গরমকালে ভুলেও গাঢ় রঙের বিছানার চাদর ব্যবহার করবেন না। এর ফলে আরো গরম লাগতে পারে। এসি চললে হালকা চাদর গায়ে ফেলুন। সেই চাদরের রংও যেন হয় হালকা।
- বেশি মাত্রায় ডিজাইন আঁকা কোনো চাদরও ব্যবহার করবেন না। এ ক্ষেত্রে প্রিন্ট ছাড়া চাদরই বেছে নিন। দেখবেন, এতে মন শান্ত হবে এবং ঘুমও হবে ভালো। এ ব্যাপারে সব সময় সাদা রঙের চাদরই বেছে নিন।
- সব সময়ই পরিষ্কার চাদর ব্যবহার করুন। সপ্তাহে একবার চাদর বদলে ফেলুন। দেখবেন, এতে শরীর ভালো থাকবে, ঘুমও হবে একেবারে পারফেক্ট।
Comments
Post a Comment