Friday, January 31, 2025

রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকার প্রয়োগ সেপ্টেম্বরে

 

                                                          সংগৃহীত ছবি
সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ক্যান্সারের টিকার প্রয়োগ শুরু হবে। চলতি গ্রীষ্মেই এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিলতে পারে। এর ফলে আগামী সেপ্টেম্বরে এই টিকা দিয়ে রোগীদের চিকিৎসা শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্দার গিন্তসবার্গ।

তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া রোডম্যাপ পরিকল্পনা অনুযায়ী, সম্ভবত আগস্টের শেষ নাগাদ আমরা অনুমোদন পাব।

অনুমোদন পেলে আমরা সেপ্টেম্বরেই ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসা শুরু করতে পারব।’

এর আগে বিশ্বের প্রথম নিবন্ধিত কভিড-১৯ ভ্যাকসিন স্পুনিক-৫ তৈরি করেছিল গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। ২০২২ সালে নতুন একটি ক্যান্সার টিকা তৈরির জন্য এমআরএনএ প্রযুক্তি প্রয়োগ করেছিল।

গত মাসে সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে গামালেয়ার প্রধান ক্যান্সারের নতুন টিকা সম্পর্কে বলেন, যাদের এরই মধ্যে ক্যান্সার শনাক্ত হয়েছে, তাদের এই টিকা দেওয়া হবে।

এই টিকা নেওয়া ব্যক্তির শ্বেতরক্তকণিকা টিউমার কোষের পৃষ্ঠে থাকা অ্যান্টিজেন শনাক্ত করতে পারবে। এরপর শ্বেতরক্তকণিকা ক্যান্সার কোষ খুঁজে বের করে পুরো শরীর থেকে সেগুলো ধ্বংস করবে।

গিন্তসবার্গ বলেন, গামালেয়ার টিকা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিটি রোগীর জন্য তৈরি করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা টিউমারের অবস্থা বিশ্লেষণ করতে এবং ওষুধের জন্য ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করবে।

এটি ব্যবহার করে বিশেষজ্ঞরা এক সপ্তাহের মধ্যে কাস্টমাইজড টিকা তৈরি করবেন।

তিনি জানান, এর আগে ইঁদুরের ওপর এই টিকা প্রয়োগ করে সফলতা মিলেছে। এরই মধ্যে সাতজন মানুষের চিকিৎসা করা হয়েছে এই টিকার মাধ্যমে। 



No comments:

Post a Comment

"The Growth of Alix Earle: From Ring Light to Spotlight: From Influencer to Performer"

  Her performance on Rock & Roll Night with professional dancer Val Chmerkovskiy garnered her praise and changed the perception of chan...