Friday, January 31, 2025

ঘুরে গেল ভাগ্যের চাকা, সেই মালা বিক্রেতা এবার সিনেমার নায়িকা

                                                          সংগৃহীত ছবি

মহাকুম্ভই ঘুরিয়ে দিল তার ভাগ্যের চাকা। এলাহাবাদে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে। যাকে নিয়ে এই মুহূর্তে উত্তাল ভারত।

পেটের দায়ে আসেন কুম্ভ মেলায়।এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেলেন বিড়ালাক্ষী এই ফুলমালিনী। যদিও কিছুদিন আগে গুঞ্জন ওঠেছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। সেই জল্পনার মাঝেই এল মোনালিসার বলিউড অভিষেকের খবর।

আল্লুর নায়িকা হবার খবর নিশ্চিত না হওয়া গেলেও বলিউডে যে মোনালিসা ভোঁসলের অভিষেক হতে যাচ্ছে তা আপতত নিশ্চিত।

এই খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক সনোজ মিশ্র।

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ খ্যাত এই পরিচালক নির্মাণ করতে চলেছেন ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমা, যেখানে অভিনয় করবেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার।

সম্প্রতি পরিচালক নিজে মোনালিসার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড অভিষেকের খবর দেন।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে যোগ দেবেন মোনালিসা। সিনেমাটিতে তাকে দেখা যাবে রাজকুমার রাওয়ের ভাই অমিত রাওয়ের বিপরীতে। পরিচালনার পাশাপাশি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির গল্পকারও সনোজ নিজেই।

যে মেয়ে কোনোদিন স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনোদিন সেই মেয়ে এবার বলিউড নায়িকা।বাড়িতে মা-বাবা থাকলেও একমাত্র উপার্জনকারী সে। পাথরের মালা বিক্রিই তার পেশা। 

সম্প্রতি যখন ভাইরাল হন তখন বেশ বিরক্তই হন তরুণী। সেসময় বলেছিলেন, লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়াচ্ছে। এ বছরের মেলা আমার সর্বনাশ করে দিল। 

তার পরিবারের লোকেরাও এসবে এতটাই বিরক্ত যে ম্ভ মেলা থেকে মোনালিসাকে খারগাঁও জেলার মাহেশ্বরের বাড়িতে পাঠিয়ে দেন। 





No comments:

Post a Comment

"The Growth of Alix Earle: From Ring Light to Spotlight: From Influencer to Performer"

  Her performance on Rock & Roll Night with professional dancer Val Chmerkovskiy garnered her praise and changed the perception of chan...