Sunday, February 2, 2025

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা- মেক্সিকো-চীনের

 

atOptions = { 'key' : 'b22d56ff490215e30bb27f143fdbe520', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };
>

শুল্ক আরোপের জেরে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। একই ধরনের ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকেও।

 

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন। এছাড়া চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত আরও ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি। শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।

এ ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম শনিবারই ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে তার সরকার।

 

মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

 

অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে।

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি, এএফপি



No comments:

Post a Comment

*Found in Your Junk Drawer: These 6 Coins from the 1970s Could Make You Rich.*

  A nostalgic dive into everyday coins with shocking hidden value. Let’s face it — we all have that one drawer. Half rubber bands, dead ...