Sunday, February 16, 2025

‘জওয়ান’ অভিনেত্রীর বিরুদ্ধে উগ্র নারীবাদ প্রচারের অভিযোগ

 

                                                           সংগৃহীত ছবি
সদ্যই মুক্তি পেয়েছে সানিয়া মালহোত্রার ‘মিসেস’ সিনেমা। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রশংসায় মেতেছে দর্শকের একাংশ। ‘জওয়ান’ অভিনেত্রীর অভিনয়েরও প্রশংসা করেছেন অনুরাগীরা। তবে আপত্তি জানিয়েছে পুরুষদের অধিকার নিয়ে কাজ করে, এমন এক সংস্থা।

সেই সংস্থার দাবি, সানিয়ার ‘মিসেস’ সিনেমা নাকি উগ্র নারীবাদ প্রদর্শন করছে। ‘সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফাউন্ডেশন’ (সিফ) নামে এই সংগঠন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তাদের আপত্তির কথা তুলে ধরেছে।

দীর্ঘ এক বিবৃতিতে সংস্থার দাবি, পুরুষেরা বাড়ির বাইরে অনেক কাজ করে। বিবৃতিতে সেই সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, ‘এক সুখী অল্প বয়সী নারী রান্না করছেন, বাসন মাজছেন, শ্বশুরের পোশাক ইস্ত্রি করছেন—এগুলো নাকি নারীর ওপর নিপীড়ন।

‘মিসেস’ ছবিতে দেখানো হয়েছে, এক নারী কিভাবে তার কাজ ও শিল্পের প্রতি নিষ্ঠা ছেড়ে সংসারের কাজে ব্যস্ত হতে বাধ্য হয়।

সিফ তাদের বিবৃতিতে আরো জানায়, ‘নারীরা ভেবেই নেয় অফিস মানেই সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থাকবে। ট্রেন স্টেশন বা বহুতল নির্মাণের এলাকাকে তারা কাজের জায়গা বলে মনেই করে না। নারীরা বুঝতেই পারে না, বাতানুকূল ঘরে বসেও মানুষের চিন্তা বা অবসাদ হতে পারে।এখানেই শেষ নয়। এই সংস্থার দাবি, রান্না করা নাকি ধ্যান করার মতো। কাপড় কাচার মধ্যেও কোনো মানসিক চাপ থাকে না। 

বিবৃতিতে তারা লিখেছে, ‘বাড়ির ৫০ শতাংশ কাজ পুরুষদের কখনোই করা উচিত নয়। তার কারণ বাড়ির ৭০-৮০ শতাংশ পোশাক, আসবাব সব তো নারীরাই উপভোগ করে।

এই পোস্ট চমকে দিয়েছে নেটাগরিকদের। ২০২৫ সালেও এমন চিন্তা-ভাবনার মানুষ সমাজে রয়েছে দেখে অবাক অনেকেই।



No comments:

Post a Comment

From Kampala to Queens: The International Foundations of Local Politics Under Zohran Mamdani

Zohran Mamdani feels completely at home in Queens' bustling labyrinth, where halal carts fill the air with spices and street vendors sh...