Saturday, February 15, 2025

আজহারির মাহফিল শেষে থানায় জিডির হিড়িক

 


ময়মনসিংহে ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে মোবাইল চুরির হিড়িক পড়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিরও (জিডি) হিড়িক পড়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত থানায় ২০০টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
মাফহিলে দূর-দূরান্ত থেকে লোক আসায় এবং তাৎক্ষণিক কাগজপত্র ম্যানেজ না করতে পারায় কাল পর্যন্ত জিডির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন। তিনি বলেন, জিডিগুলো হচ্ছে মুঠোফোন হারিয়ে গেছে মর্মে।

আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বক্তব্য দেন। এ মাহফিলকে সফল করতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল, জেলা ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। মাহফিলের দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ১৬ একর সার্কিট হাউস মাঠে মানুষের ঢল নামে।

এ ছাড়া জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠেও মানুষের উপস্থিতি চোখে পড়ে। জিলা স্কুল হোস্টেল মাঠে কয়েক হাজার নারীর উপস্থিতি ছিল। মাঠসহ বিভিন্ন পয়েন্ট ২২টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়। তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও ছিল। প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবকসহ বিজিবি, বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্য নিয়োজিত ছিল।

মাহফিলে যোগ দিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকেই মানুষ সমাবেশস্থলে আসতে থাকেন আশপাশের জেলা-উপজেলা থেকে। মানুষের সমাগমের মধ্যে চোর চক্র মুঠোফোন চুরি করে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, আমরা সাধারণ মানুষকে আগে থেকে সতর্ক করেছিলাম। বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় কিছু মুঠোফোন চুরি হয়েছে। রাত ৯টা পর্যন্ত থানায় অন্তত ২০০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুঠোফোনগুলো উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে সভাটি শেষ হয়েছে।


No comments:

Post a Comment

A Girlfriend on Trial: How Karen Read Became Both Defendant and Headline

Karen Read did not enter the public consciousness as a symbol or a spectacle. She entered it as a woman whose private grief unfolded in fu...