মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
আমেরিকার সদ্য ক্ষমতা গ্রহণ করা ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।
যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে রয়েছেন জয়শঙ্কর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার তিনি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। এছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।

No comments:
Post a Comment