Saturday, February 1, 2025

এবার নিজের শরীর নিয়ে যে মন্তব্য করলেন তামান্না

 

তামান্না ভাটিয়া। ছবি: ফেসবুক

কথায় আছে, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবাসতে একটা ব্যতিক্রম পদ্ধতি বের করেছেন তামান্না ভাটিয়া। তবে এটা প্রথম নয়। তিনি এর আগেও বডি পজিটিভিটি নিয়ে কথা বলেছেন। এবার জানালেন নিজেকে ভালোবাসতে প্রতিদিন কী করেন।

মাসুম মিনাওয়ালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামান্না জানান, নিজেকে ভালোবাসতে তিনি একটি ব্যতিক্রম পদ্ধতি খুঁজে বের করেছেন। আর সেটা তিনি প্রতিদিনই করেন।

তামান্না বললেন, ‘আমি আমার শরীরকে খুব ভালোবাসি। টানা কাজ করার পর আমি রাতে বাসায় ফিরে স্নান করি। সেই সঙ্গে আমার শরীরের প্রতিটা অংশকে ধন্যবাদ জানাই। আমি জানি আমার শরীর প্রতিদিন কত কিছু সহ্য করে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।’এদিন তিনি আরও জানান, একটা সময় শরীর নিয়ে তাকে কেমন দেখতে লাগছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। ইনস্ট্যান্ট বলিউডকে অভিনেত্রী একবার জানিয়েছিলেন ছোটবেলায় তাকে রোগা এবং ফিট বলা হতো। তখন তার কাছেই সেটা সৌন্দর্যের সংজ্ঞা ছিল। এমনকি ছবিতে কেমন দেখতে লাগছে তাকে বা কী সেটা নিয়েও তিনি নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা বানিয়েছিলেন। কিন্তু পরে ক্রমে ক্রমে বোঝেন এগুলোর একটা সময় পর্যন্ত বাস্তবতা আছে। নিজের প্রতি ভালো লাগা তৈরি করে না এগুলো।

‘আজ কী রাত’ গানটি হিট হওয়ার পর তিনি তার শরীরকে ভালোবাসতে শুরু করেন। বুঝেছেন যে যেমন সেভাবেই সুন্দর। সেভাবেই তিনি ভালো আছেন।

প্রসঙ্গত, তামান্না ভাটিয়াকে শেষবার ‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়। আগামীতে তাকে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে দেখা যাবে। এছাড়া ‘ওদেলা ২’ ছবিতেও দেখা যাবে তাকে। সূত্র: আনন্দবাজার


No comments:

Post a Comment

The Calm Mother: Hilary Duff's Guide to Millennial Parenting

In a time when the public is obsessed with meltdowns, feuds, exposés, and the daily chaos of celebrity, Hilary Duff remains something of a ...