Thursday, February 27, 2025

মরক্কোয় এবার যে কারণে ঈদুল আজহায় ভেড়া কোরবানি না করার আহ্বান



মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ বুধবার মরক্কোর জনগণকে এ বছর ঈদুল আজহায় ভেড়া কোরবানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বছরের পর বছর খরার কারণে দেশে পশুর সংখ্যা কমে যাওয়ায় তিনি এই আহ্বান জানান।

আগামী জুন মাসে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। মুসলমানরা ভেড়া, ছাগল, গরু বা উট জবাই করে দিনটি উদযাপন করে।

এরপর মাংস পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয় এবং দরিদ্রদের জন্য দান করা হয়।

মরক্কোর সরকারি পরিসংখ্যান অনুসারে, টানা খরার কারণে ৯ বছর আগে করা শেষ আদমশুমারির পর থেকে ২০২৫ সালে মরক্কোর গবাদি পশু ও ভেড়ার পাল ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে।

রাষ্ট্রীয় টিভি আল ওউলায় ধর্মবিষয়ক মন্ত্রী আহমেদ রাজা ষষ্ঠ মোহাম্মদের বরাত দিয়ে একটি চিঠি পড়ে শোনান। বাদশাহ চিঠিতে বলেন, ‘সর্বোত্তম পরিস্থিতিতে এই ধর্মীয় আচার যাতে পালন হয় তা নিশ্চিত করা জরুরি, পাশাপাশি আমাদের দেশের জলবায়ু সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বিবেচনা করার দায়িত্বও রয়েছে।

জলবায়ু সমস্যার কারণে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’

চিঠিতে আরো বলা হয়, ‘এই কঠিন পরিস্থিতিতে ঈদুল আজহা উদযাপন করলে আমাদের জনগণের বৃহৎ অংশের, বিশেষ করে সীমিত আয়ের লোকদের উল্লেখযোগ্য ক্ষতি হবে।’ 

মরক্কোয় গত ৩০ বছরের গড়ের তুলনায় এ বছর বৃষ্টিপাত ৫৩ শতাংশ কম হয়েছে। এর ফলে গবাদি পশুর খাওয়ার জন্য চারণভূমির অভাব দেখা দিয়েছে।

মাংস উৎপাদন কমে গেছে এবং স্থানীয় বাজারে মাংসের দামও বেড়েছে। এদিকে জীবন্ত গবাদি পশু, ভেড়া এবং লাল মাংসের আমদানি বেড়েছে। মরক্কো সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক লাখ ভেড়া আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

২০২৫ সালের বাজেটে মরক্কো দেশীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে গরু, ভেড়া, উট এবং লাল মাংসের ওপর আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর স্থগিত করেছে।

No comments:

Post a Comment

"The Growth of Alix Earle: From Ring Light to Spotlight: From Influencer to Performer"

  Her performance on Rock & Roll Night with professional dancer Val Chmerkovskiy garnered her praise and changed the perception of chan...