Thursday, February 13, 2025

ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা

 



প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা বলেছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে টেলিফোনে কথা বলেন তারা।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলোচনার বিস্তারিত পরে প্রকাশ করা হবে।’

No comments:

Post a Comment

“Four Titans, One Ring: WWE Just Lit the Fuse on a Potential Match of the Year”

  A feature forecasting an epic fatal four-way (or tag match) born from this unexpected rescue. It started with a rescue. It ended with a wa...