Friday, February 14, 2025

সামনে সেন্টারিস্ট রাজনীতি বিপদের সম্মুখীন হতে পারে : রিজভী

 https://slippersprimeexaltation.com/japfzkwxef?key=d34eb88474e76fc7d717840bb090e4c7

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে-এতে সামনে সেন্টারিস্ট রাজনীতি (মধ্যপন্থা রাজনীতি) বিপদে পড়তে যাচ্ছে কিনা এটার একটা শঙ্কা আমরা টের পাচ্ছি।

শুক্রবার নয়াপল্টন বিএনপির কার্যালয়ে বিএনপির উদ্যোগে শবে বরাত উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী আরও বলেন, ড. ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। তিনিও শেখ হাসিনা দ্বারা নির্যাতিত। তিনি ন্যায় সঙ্গত কাজ করবেন, তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিবেন এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকশিত হবে। দেশে অনেক রাজনৈতিক দল আছে, রাজনীতিবিদ আছে-গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসবে এই ব্যবস্থাটাই আগে করুক। যারাই ক্ষমতায় আসুক তাদের মাধ্যমেই দেশ চলবে স্থানীয় নির্বাচন হবে। এবং আরও অন্যান্য সংস্কার হবে। 

রিজভী বলেন, অনেক রক্তের বিনিময়ে এই জাতি স্বাধীনতা পেয়েছে। ক্ষুদ্র স্বার্থের কারণে সেই স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। যা দেশের জনগণের জন্য কল্যাণকর আমাদেরকে সেটাই করতে হবে। 

বিএনপির এই মুখপাত্র বলেন, আমাদের যে অর্জন। এই অর্জনের মধ্যদিয়ে সত্যিকার অর্থে যে গণতন্ত্র সেই গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। এবং ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ। এই কাজটা তো তাদের দেখাতে হবে।

বিডি-প্রতিদিন/শআ



No comments:

Post a Comment

“From Indie Icon to Stadium Guest: Florence Welch’s Unexpected Eras Tour Moment”

Florence Welch has always seemed like an artist who belongs to her own weather system. For more than a decade, she has moved through music...