Skip to main content

সামনে সেন্টারিস্ট রাজনীতি বিপদের সম্মুখীন হতে পারে : রিজভী

 https://slippersprimeexaltation.com/japfzkwxef?key=d34eb88474e76fc7d717840bb090e4c7

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে-এতে সামনে সেন্টারিস্ট রাজনীতি (মধ্যপন্থা রাজনীতি) বিপদে পড়তে যাচ্ছে কিনা এটার একটা শঙ্কা আমরা টের পাচ্ছি।

শুক্রবার নয়াপল্টন বিএনপির কার্যালয়ে বিএনপির উদ্যোগে শবে বরাত উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী আরও বলেন, ড. ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। তিনিও শেখ হাসিনা দ্বারা নির্যাতিত। তিনি ন্যায় সঙ্গত কাজ করবেন, তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিবেন এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকশিত হবে। দেশে অনেক রাজনৈতিক দল আছে, রাজনীতিবিদ আছে-গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসবে এই ব্যবস্থাটাই আগে করুক। যারাই ক্ষমতায় আসুক তাদের মাধ্যমেই দেশ চলবে স্থানীয় নির্বাচন হবে। এবং আরও অন্যান্য সংস্কার হবে। 

রিজভী বলেন, অনেক রক্তের বিনিময়ে এই জাতি স্বাধীনতা পেয়েছে। ক্ষুদ্র স্বার্থের কারণে সেই স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। যা দেশের জনগণের জন্য কল্যাণকর আমাদেরকে সেটাই করতে হবে। 

বিএনপির এই মুখপাত্র বলেন, আমাদের যে অর্জন। এই অর্জনের মধ্যদিয়ে সত্যিকার অর্থে যে গণতন্ত্র সেই গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। এবং ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ। এই কাজটা তো তাদের দেখাতে হবে।

বিডি-প্রতিদিন/শআ



Comments

Popular posts from this blog

Trump says US wants to take over Gaza Strip

  President Donald Trump said the US would take over the war-ravaged Gaza Strip and develop it economically after Palestinians are resettled elsewhere, moves that would shatter decades of US policy toward the Israeli-Palestinian conflict. Trump unveiled his surprise plan, without providing specifics, at a joint press conference with visiting Israeli Prime Minister Benjamin Netanyahu. The announcement followed Trump's shock proposal earlier on Tuesday for the permanent resettlement of Palestinians from Gaza to neighbouring countries, calling the enclave - where the first phase of a fragile Israel-Hamas ceasefire is in effect - a "demolition site." "The US will take over the Gaza Strip, and we will do a job with it too," Trump told reporters. "We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site." "If it's necessary, we'll do that, we're going to take over that piece, we...

China hits back at US with levies as Trump tariffs come in force

  File image: US President Donald Trump, left, attends a bilateral meeting with Chinas President Xi Jinping during the G20 leaders summit, in Osaka. Photo: Reuters China imposed 15% tariffs on US coal and LNG Tariffs were in response to US 10% levies in China China said Tuesday it would impose tariffs of 15% on imports of coal and liquefied natural gas from the United States, in retaliation for Washington's 10% levies on Chinese goods. Beijing's finance ministry also unveiled 10% tariffs on imports from the United States of crude oil, agricultural machinery, large-displacement vehicles and pickup trucks. The new measures were in response to the "unilateral tariff hike" by Washington over the weekend, Beijing said.  US President Donald Trump on Saturday announced sweeping measures against major trade partners including Canada and Mexico, with goods from China facing an additional 10% tariff on top of the duties they already endure. Trump said the measures aimed to pun...

Pinon hadi: Crafting tradition with a modern twist

  Photo: Salek Bin Taher Pinon hadi has long been a symbol of cultural identity. Historically, it was worn around the chest, functioning as both a blouse and an elegant upper garment. With time and external influences, a separate blouse was introduced to the ensemble, enhancing its overall look, without taking anything away from its authenticity. So much so that celebrated designers believe that it is oddly reminiscent of the evolution of the saree, for it too, was a one-piece for much of its initial lifetime! The craftsmanship behind pinon hadi is an intricate process, relying on a traditional komortaant or back strap loom, operated manually to weave each piece. The process is not only labour-intensive but also demands exceptional skill, making the fabric both expensive and highly valued for its sustainability. The garb has gained momentum within its cultural boundaries, and beyond, becoming a popular option in local weddings. "Things are much easier now," shares Tenzing, t...