বলিউড অভিনেত্রী টাবু সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্কের শিকার হয়েছেন। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা কটাক্ষ করতে থাকেন, যা তাকে চরম অস্বস্তিতে ফেলেছে।
টাবু দাবি করেছেন, সংবাদমাধ্যম তার মন্তব্য বিকৃত করে প্রকাশ করেছে, যার কারণে তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।
এই বিতর্কের সূত্রপাত ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ক্রিউ' ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকার থেকে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়েতে বিশ্বাসী কি না? এর জবাবে টাবু বলেন, "বিয়েতে আমি বিশ্বাসী নই। পুরুষ শুধু শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!"
টাবুর এই বক্তব্য হঠাৎ আবারও ভাইরাল। যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি। পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে।
নেটিজেনদের নানারকম কটূক্তি থেকে দূরে রাখতেই এরপর অভিনেত্রীর দাবি, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এরকম কোনও কথা বলেননি।
এখানেই শেষ নয়, টাবু মনে করছেন- তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে রমরমিয়ে এই ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।
No comments:
Post a Comment